মা যশোদা আগের জন্মে কে ছিলেন?

মা যশোদা আগের জন্মে ধরাদেবী ছিলেন। এক গরীব  ব্রাহ্মণের পত্নী। তারা দুজনেই ছিলেন ধর্মপরায়ণ। তাদের বাড়িতে অতিথি সেবায় চলত কেউ এসে খালি মুখে ফিরে যেতনা। কিন্তু তারা এতটাই গরীব ছিল নিজেরাই দুবেলা খেতে পারতনা। ভিক্ষা করে যা পেত তাই দিয়ে দিন চলে যেত।
একদিন ভগবান নারায়ণ ও নারদ মুনি তার ভক্তকে পরীক্ষা করতে ধরাদেবীর বাড়িতে অতিথি সেবার জন্য আসে কিন্তু ধরা দেবীর কাছে খাওয়ানোর মত কিছু ছিলনা।তখন ধরা দেবী অতিথি রেখে তার স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে দিলেন। সারাদিন ভিক্ষা করে ও কিছুই পাননি। তখন ধরা দেবী গেল এক দোকানির কাছে ভিক্ষা চাইলে দোকানি কিছুই দিতে রাজি হলনা তারপরও ধরাদেবী হাল ছেড়ে দিলেন না অনেক অনুরোধ, কাকুতি, মিনতি করলেন তখন দোকানি রাজি হলেন চাউল দিতে কিন্তু একটা শর্তে তার বুকের একটি স্তন কেটে দিতে হবে। তখন একছুটে ধরা দেবী তার স্বামীর অনু মতি নিয়ে নেয়।তারপর তার একটি স্তন কেটে অন্ন নিয়ে এসে ভগবানের সেবা করেন। তখন ধরাদেবী দেখেন তার সামনে স্বয়ং ভগবান। ভগবান বললেন তোমার সেবায় আমি সন্তুষ্ট তুমি যেকোন বর চাও আমি তোমার মনের আশা পুরন করব।তখন ধরা দেবী অশ্রুনয়নে বললেন হে ভগবান পরজন্মে আমি যেন তোমায় পুত্র রুপে পাই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট গুলো পড়তে পারেন

তিলক কি? কারা তিলক কপালে দিতে পারবে এবং তিলকের মহিমা!

নমস্কার কি? হিন্দুরা কেন নমস্কার করে? কেন হাত জোড় করে নমস্কার জানানো হয়?

একবার রাধা নাম বললে কি পুণ্য লাভ হয় জেনে নিন।